সারাদেশ

উদ্ধার ৩৯টি মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

  মেহেরপুর প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ৯:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

 

 

মেহেরপুরে হারানো ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

এ ছাড়া বিকাশে প্রতারণার শিকার হওয়া গ্রাহকের ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার রাফিউল আলম।

পুলিশ সুপার রাফিউল আলম জানান, পয়লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩৯টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্বার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এসব প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এগুলোর মধ্যে সদর থানার ১৩টি, গাংনী থানার ১৫টি ও মুজিবনগর থানার ১১টি ফোন রয়েছে। এ ছাড়া সদর থানার আওতায় হওয়া বিকাশ প্রতারণার ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম উপস্থিত ছিলেন।

আরও খবর: সারাদেশ