সারাদেশ

ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেপ্তার

  কুমিল্লা প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩২:৫২ প্রিন্ট সংস্করণ

 

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি সন্ত্রাসী মামুন ও তার সহযোগী জসিমকে আটক করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার এক সহযোগীকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মামুন মাদক, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিকশা গ্যারেজের সামনের সড়ক থেকে নগরীর পাথুরিয়া পাড়া এলাকা থেকে মামুন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মামুনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায়ও থানায় মামলা হয়েছে।

একাধিক মামলার আসামি মো. মামুন মিয়া (৩৮) মৃত হারুন মিয়ার ছেলে। আর তার সহযোগী মো. জসিম (৩৬) জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তুষ্টলাল বিশ্বাস, সহকারী উপপরিদর্শক মো. আব্দুল্লাহ, মো. সাইদুর রহমান, আব্দুস সালামসহ অন্যরা অংশ নেয়।

আরও খবর: সারাদেশ