সারাদেশ

আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২২ , ২:৫১:৩৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী থানায় অভিযোগটি দায়ের করেন মাসুদুর রহমান নামে এক আর্জেন্টিনা সমর্থক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ নভেম্বর) আর্জেন্টিনা দলের সমর্থকদের নিয়ে স্থানীয় যুবক মাসুদুর রহমান সরিষাবাড়ী পৌর এলাকার বিজেএমসি মসজিদ থেকে ডাক বাংলো পর্যন্ত ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানান। মঙ্গলবার বিকেলে ফুটবল বিশ্বকাপের ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সন্ধ্যায় ব্রাজিল সমর্থকরা পৌর শহরে বিজয় মিছিল বের করে। বিজয় মিছিলের পর রাতের অন্ধকারে ব্রাজিল সমর্থকরা সোনালী ব্যাংকের সামনে দুই জায়গায় আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলেন।

 

আর্জেন্টিনা দলের সমর্থক মাসুদুর রহমান জানান, গতকাল আর্জেন্টিনা দুই গোল খেয়ে হেরে যাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। আজ সকালে খবর পাই আর্জেন্টিনার পতাকা কে যেন ব্লেড বা চাকু দিয়ে ছিড়ে ফেলেছে। পতাকার সাথে খেলার কোনো সম্পর্ক নেই, আর্জেন্টিনা দলকে ভালোবেসে পতাকা লাগিয়েছিলাম। পতাকা ছিঁড়ে আমার কলিজায় আঘাত করেছে। আমি এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ করেছি। প্রশাসনের কাছে অনুরোধ পতাকা যারা ছিঁড়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় সমর্থক মাসুদুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর: সারাদেশ