সারাদেশ

আরও এক উপজেলা থেকে প্রার্থিতা সরাল জামায়াত

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৪ , ৮:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ

রংপুর প্রতিনিধি

 

আসন্ন উপজেলা নির্বাচনে দলের নির্দেশনায় প্রার্থিতা তুলে নিল রংপুরের পীরগাছার জামায়াত সমর্থিত প্রার্থীরা। সোমবার (১৫ এপ্রিল) রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। ভাইস চেয়ারম্যান পদে যে দুজন মনোনয়ন দাখিল করেছেন তারাও দলের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করবেন।

এর আগে মৌলভীবাজারের পাঁচ উপজেলায় নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াত পার্থিরা।

আগামী ৮ মে প্রথম ধাপে পীরগাছা উপজেলাসহ ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

এর আগে রংপুরের পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হঠাৎ করেই মাসখানেক আগে ভোটের মাঠে নেমেছিলেন জামায়াতের নেতারা। গত এক মাস ধরে রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান চেয়ারম্যান পদে, পীরগাছা উপজেলা জামায়াতের আমির মোস্তাক আহমদ ভাইস চেয়ারম্যান পদে ও উপজেলা জামায়াতের সাবেক আমির মোত্তালেব হোসেনের স্ত্রী মুনঝুরী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে পোস্টার, লিফলেট, গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছিলেন। এমনকি ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থী এরইমধ্যে মনোনয়নপত্র দাখিলও করেন।

 

আরও খবর: সারাদেশ