সারাদেশ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২২ , ৪:০৭:৩৯ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের চিকন্দি ইউনিয়নের আবুরা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষে জড়ান মোদাচ্ছের খাঁন ও আক্তার খান গ্রুপের লোকজন।

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোদাচ্ছের খানের ছোট ভাই ওয়াহিদ খান নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ওয়াহিদ খান এলোপাথাড়ি রাম দায়ের কোপে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

জানা যায়, আক্তার খান চিকন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন যুবলীগের সভাপতি। অন্যদিকে মোদাচ্ছের খান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় রাজনীতি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষ।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ইদ্রিস ও মুজিবর নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে।

আরও খবর: সারাদেশ