আন্তর্জাতিক

অন্যের কথায় নাচছে ইউরোপীয় ইউনিয়ন

  প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ৩:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডেঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক বাণিজ্য ফোরামে কথা বলেছেন।

তিনি এ ফোরামে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে কথা আলোচনা করেন।

পুতিন ইউরোপের সবচেয়ে শক্তিশালী সংগঠন ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করেছেন।

পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এখন অন্যের কথায় নাচছে।

মূলত ‘অন্য’ শব্দটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার সব করছে। কিন্তু এর মাধ্যমে নিজেদের জনগণ, ব্যবসা ও অর্থনীতির ক্ষতি করছে।

খাদ্য সংকট নিয়ে পুতিন বলেন, এই সমস্যা আজ থেকে শুরু হয়নি। কিন্তু ইউরোপ এখন রাশিয়ার ওপর এটির দায় চাপাতে চাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া অবশ্যই এর জন্য দায়ী না। কিন্তু আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, বৈশ্বিক অর্থনীতিতে যা হচ্ছে তার সব দায় রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও খবর: আন্তর্জাতিক