সাতক্ষীরার আকাশে


MD Nuruzzaman প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ৫:৩১ পূর্বাহ্ন /
সাতক্ষীরার আকাশে

আহমেদ সাব্বির

সাতক্ষীরার আকাশে আলো ভাসে অদ্ভুত
কেউ ভাবে জ্বীন-পরী, কেউ ভাবে বদ-ভুত।
কেউ ভাবে পায়তারা ম্যানগ্রোভ ধ্বংসের
কেউ ভাবে ধুমকেতু (পশ্চাত অংশের।)
কেউ বলে ড্রোণ ওটা, পিক তোলে নাইটের
কেউ বলে খসে পড়া লেজ স্যাটেলাইটের।

কেউ দ্রুত ছবি তোলে, কেউ ভয়ে ঘামছে
কেউ ভাবে এলিয়েন খড়িবিলে নামছে।
মাছখোলা, কুকরালি, বকচরা, ভোমরা
আলো দেখে নিশ্চিত ঘাবড়েছো তোমরা?
ধুলিহর, খানপুর, কুশখালি প্রান্তে
জনগন জোট বাঁধে লাঠিসোটা আনতে।

কেউ ডাকে স্রষ্টাকে কেউ জপে মন্ত্র
কেউ ভাবে ওয়াল্ডকাপ প্রচারের যন্ত্র।
‘মেঘ মিশ্রণ’-বলে আবহাওয়া ‘দাফ্তর’
(সন্ধ্যায় হারিকেন জ্বালিয়েছে বাপ তোর)।

নানাবিধ সন্দেহ ব্রেনে মারে ধাক্কা
অবশেষে জানিলাম নরেন্দ্র কাক্কা-
করেছেন মিসাইল অগ্নি’র টেস্টিং
যুদ্ধের ফান- ভেরি ইন্টারেস্টিং।