সাতক্ষীরায় র‌্যাব ও জেলা প্রশাসনের টাস্ক ফোর্সের অভিযানে ৩ অসাধু পেয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড


MD Nuruzzaman প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৩, ১:৫০ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় র‌্যাব ও জেলা প্রশাসনের টাস্ক ফোর্সের অভিযানে ৩ অসাধু পেয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পার্শ্ববর্তী দেশ হতে আমদানিকৃত পিয়াজ গুদামজাত করার মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরী করে আসছে। এ সংক্রান্তে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা ও সহকারী পরিচালক ভোক্তা অধিকার সাতক্ষীরা সমন্বয়ে অদ্য ১৯ মার্চ ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমড়া স্থল বন্দর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে অতিশয় মুনাফার লোভে আমদানিকৃত পিয়াজ অবৈধভাবে মজুদ করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা লংঘন করায় ১। বিকাশ মন্ডল, ২। মোঃ শাহিনুর রহমান ও ৩। মিজানুর রহমানদেরকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় বিধিমোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।