শ্যামনগরে বন্ধ্যাত্ব ও নিঃসন্তান রুগীদের যে সুসংবাদ দিচ্ছেন মেডিকেল সাইন্স ল্যাব


MD Nuruzzaman প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২২, ৬:৫৯ পূর্বাহ্ন /
শ্যামনগরে বন্ধ্যাত্ব ও নিঃসন্তান রুগীদের যে সুসংবাদ দিচ্ছেন মেডিকেল সাইন্স ল্যাব

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মেডিকেল সাইন্স ল্যাবে বন্ধ্যাত্ব ও নিঃসন্তান রুগীদের জন্য সুসংবাদ। মেডিকেল সাইন্স ল্যাবে প্রতি শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে আগত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার ডাক্তার নাজিয়া মুজাহিদ।

শুধু সার্টিফিকেট নয়,
অভিজ্ঞতাই সেরা তিনি। শ্যামনগর মেডিকেল সাইন্স ল্যাবে তিনি নিঃসন্তান রুগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন, সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। সাদিয়া নামে একজন নিঃসন্তান জানিয়েছেন, আমি বন্ধ্যাত্ব ও নিঃসন্তান ছিলাম আল্লাহর রহমতে ডাক্তার নাজিয়া মুজাহিদকে দেখিয়ে আজ আমি এক সন্তানের জননী। এই বিষয়ে শ্যামনগর মেডিকেল সাইন্স ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ হায়দার, নীলাকাশ টুডেকে জানিয়েছেন, আমাদের রোগীকে সেবা দেওয়াই মুল লক্ষ্য। এখানে অনেকেই সেবা পেয়ে খুব খুশি। শ্যামনগর উপজেলায় মেডিকেল সাইন্স ল্যাব সুনাম অর্জন করেছেন। তারা যেন সুনাম যেনো ধরে রাখতে পারে সেটাই তাদের কাম্য।