নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা নিয়ে নতুন নির্দেশনা


MD Nuruzzaman প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ৪:০৯ অপরাহ্ন /
নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা নিয়ে নতুন নির্দেশনা

 

বাংলা নববর্ষে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালী (শোভাযাত্রা) করার সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নতুন এ নির্দেশনা জারি করেছে।

পৃথক নির্দেশনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। মাদ্রাসাগুলোতে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে।

পহেলা বৈশাখের আগেরদিন বিকেলে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এমন নির্দেশনা এলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রুপক রায় স্বাক্ষরিত এসব নির্দেশনা সম্বলিত এক আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসূচির আয়োজন করতে বলা হয়।

গত ১১ এপ্রিল অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালীর আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার নির্দেশ দেয়া হয়েছিল।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করার প্রশ্নে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শোভাযাত্রার পরিবর্তে এখন জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ পালনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন স্বাক্ষরিত নতুন নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

গত ২০ মার্চ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেও পহেলা বৈশাখ উদযাপন ও র‍্যালী করার সিদ্ধান্ত হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গত ২৮ মার্চ সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়।