ঘূর্ণিঝড় মানদৌসের আঘাত, নিহত ৪


MD Nuruzzaman প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ২:৫৮ অপরাহ্ন /
ঘূর্ণিঝড় মানদৌসের আঘাত, নিহত ৪

 

নীলাকাশ টুডেঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’র আঘাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে এই রাজ্যের কয়েকটি জেলায় কিছু বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রবল বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

শনিবার তামিলনাড়ুর রাজ্য সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা মানদৌসের আঘাতে ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন, রাজ্যের উপকূলীয় এলাকায় শুক্রবার গভীর রাতে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড় মানদৌস। এতে ১৮৫টি বাড়ি ও কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ৪০০টি গাছ উপড়ে পড়েছে।

তিনি বলেন, দুর্যোগ ও ত্রাণ কর্মীসহ প্রায় ২৫ মানুষ ত্রাণ কাজে নিয়োজিত রয়েছেন। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে রাজ্যের ২০১টি ত্রাণ শিবিরে ৯ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

মানদৌসে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি।’

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মানদৌস শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সাথে সাথে কিছুটা দুর্বল হয়ে তামিলনাড়ুতে আছড়ে পড়ে। এর আগে, শ্রীলঙ্কার সরকার এই ঝড়ের কারণে সৃষ্ট তীব্র বায়ু দূষণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় শুক্রবার শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

শনিবার ভারতের আবহাওয়া বিভাগ এক টুইট বার্তায় বলেছে, ঘূর্ণিঝড় মানদৌস ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।