কর্মের কারণেই সম্ভব হয়েছে


MD Nuruzzaman প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৩, ৮:২২ পূর্বাহ্ন /
কর্মের কারণেই সম্ভব হয়েছে

 

স্বপ্ন সাধনা সাহসে, এগিয়ে চলো আত্মবিশ্বাসে এই শ্লোগান হৃদয়ে ধারণ করে নীলাকাশ গ্রুপ নামে একটি নাম মাত্র প্রতিষ্ঠানের ঘোষণা দিয়ে যাত্রা শুরু করি। যখন পথ চলা শুরু করি তখন অনেকেই ঠাট্টা-তামাশা করতো আমাকে নিয়ে। এতে আমার কোন যায় আসেনি। আমি ছোট্ট একটা ব্যবসা করতাম। ব্যবসাটি ভবিষ্যতে না করার চিন্তা ভাবনা

করে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছি। বর্তমানে অনলাইন প্লাটফর্ম নীলাকাশ টুডে ওয়েব সাইট থেকে স্থানীয় ও গুগলের বিজ্ঞাপনের মাধ্যমে কোন রকমে আয় করে জীবন যাপন করছি, এছাড়া এর মাধ্যমে ভালো করে জীবন যাপন করতে পারি সেই স্বপ্ন দেখতে শুরু করছি। বর্তমানে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি আমি প্রাণ ভরে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার লেখার শিরোনাম ছিলো কর্মের কারণেই সম্ভব হয়েছে। আমি খুব বড় লোক বা ধনি না৷ আবার একেবারে গরীবও না। তবে নিম্ন মধ্যবিত্ত বলা যায়। যাই হোক, কর্ম করে খেতে হবে। তবে সৎ কর্ম হতে হবে। অন্যকে দেখানোর জন্যে যে সৎ হতে হবে এমনটা করা যাবে না। নিজেকে নিজের কাছে সৎ থাকতে হবে। কর্ম বিফলে যায় না, এটা আমি বিশ্বাস করে সামনে এগিয়ে যাচ্ছি। সখের বসে ওয়েব সাইট খুলে রুটি রুজির ব্যবস্থা এটাও সৎ কর্মের কারণেই সম্ভব হয়েছে বলে আমার বিশ্বাস। সর্বপরি আল্লাহ চাইলে

অনেক কিছুই সম্ভব। নীলাকাশ টুডে এর ওয়েব সাইটের পাঠক সংখ্যা গত বছরের তুলনায় ৫ গুন বেশি। তাছাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাঠক সংখ্যা। এরই মধ্যে একশোরও বেশি দেশে নীলাকাশ টুডে’র পাঠক রয়েছে। আল্লাহ চাইল অনেক কিছুই সম্ভব। আল্লাহ বলেন যারা বিশ্বাস করে তারাই সফল। যারা অবিশ্বাস করে তারা অসফল। আপনি যদি বিশ্বাস করেন আপনি সফল, আপনি যদি বিশ্বাস করেন আপনি সফল হবেন না উভয় ক্ষেত্রে আপনার বিশ্বাস সঠিক। এই জন্যে যে কোন কাজ করার আগে আত্মবিশ্বাস থাকতে হবে। লক্ষ্য নির্ধারণ করে মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনি অবশ্যই সেই কাজ সম্পন্ন করতে পারবেন। আপনাদের মঙ্গল কামনা করে আমার জন্য দোয়া চাচ্ছি।