বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি তানজিন তিশা

ঢাকা অফিস
আপডেট সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

 

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ভর্তি হওয়ার বিষয়টি তানজিন তিশা নিজেই নিশ্চিত করেছেন।

সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসাপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেন তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম। গতকাল অবস্থা এতটাই খারাপ হয় যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই কাউকে ফোনে সাড়া দিতে পারিনি।

তিনি আরও লেখেন, তবে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তানজিন তিশার ঘনিষ্ঠজন বলেন, তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো। সবাই তার জন্য দোয়া করবেন।


এই বিভাগের আরো খবর