বরগুনার বেতাগিতে সরকারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে জুয়ার আসর থেকে ডিবির অভিযানে বেতাগি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফাহরিয়া সংগ্রাম আমিনুলসহ ৫ জনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিআরডিবির বেতাগি উপজেলা অফিসের মধ্যে জুয়ার আসর চলাকালীন তাদেরকে আটক করা হয়। বেতাগি থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা ডিবি অফিস সূত্রে জানা যায়, বেতাগি উপজেলার সরকারি বিআরডিবি অফিসে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলতেন স্থানীয় একটি চক্র। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সরকারি অফিস থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৮ হাজার ২৪০ টাকাসহ ৫ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাঈমা ইসলাম শিমুর স্বামী ও বেতাগি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফাহরিয়া সংগ্রাম আমিনুল, দক্ষিণ বেতাগি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গনির ছেলে মো. শাহজালাল, উত্তর বেতাগি গ্রামের বাসিন্দা মৃত হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও ঝোপখালী গ্রামের বাসিন্দা মৃত আইউব চানের ছেলে মো. ইউনুস। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বেতাগি থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘বরগুনা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটককৃতদের বরগুনা ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :