বিদ্যুৎ অপচয় রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন বদ্ধপরিকর, লোডশেডিং থেকে বেরিয়ে আসতে সরকারের মহা-পরিকল্পনা, ঠিক তখনই সাতক্ষীরা জেলার শ্যামনগর সরকারি অফিসেই দেখা গেল ভিন্ন চিত্র। উপজেলা প্রকৌশলীর অফিসেই বিদ্যুতের পাখা চলছিল। শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এবং তার পাশের জনশূণ্য কক্ষে অনায়াসে ঘুরছিল ৪টি ফ্যান। এই দৃশ্য স্থানীয় একজন সাংবাদিকের নজরে আসলে তাৎক্ষণিক ভাবে ওই সাংবাদিক উক্ত অফিসের অফিস সহকারী (পিয়ন) রুহুল আমিনের কক্ষে গিয়ে তার কাছে ঘটনাটি জানান। এ-সময় তিনি ওই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন বলে জানিয়েছেন ওই সাংবাদিক। ঘটনাটি গত বুধবার দুপুরে ঘটে বলে ওই সাংবাদিক এই প্রতিবেদককে জানিয়েছেন। এরই মধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, এরপরও বিষয়টি ভুলবসত ঘটে গেছে। এ রকম যদি হয়ে থাকে বিষয়টি নিন্দনীয়। আমি বিষয়টি দেখছি।
সাতক্ষীরা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী মানিক মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, কর্তৃপক্ষকে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার। স্যার বলতে হবে এমন নিয়ম-নীতি নেই চাইলে ভাইও বলা যেতে পারে। বিদুৎ অপচয় এর বিষয়ে আমি ক্ষতিয়ে দেখছি।
আপনার মতামত লিখুন :