সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদরে নকিপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সে ওই গ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃত গোপাল দত্তের ছেলে রহিত দত্ত।
জানা গেছে, আজ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি দোকান থেকে ফলের জুস কিনে খায় সে। এর পর তার পেট ব্যথা শুরু হয়। এই বিষয়ে তার মাকে জানালে তার মা স্যালাইন খাওয়ায়। অবস্থার অবনতি হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দিকে তিন বছর আগে রহিত দত্ত তার বাবাকে হারায়। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।