ডেস্ক রিপোর্ট
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ দলিত পরিষদ (বি.ডি.পি) এর দলিত পরিষদের সভাপতি কাশিনাথ দাস ও সাধারণ সম্পাদক মতীন্দ্র নাথ দাস এর নেতৃত্বে আজ মঙ্গলবার সন্ধ্যায় উক্ত সংগঠনের সদস্যরা নুরনগর দাস পাড়ায় জগদ্ধাত্রী পুজা পরিদর্শন করেছেন। এছাড়া পরিদর্শনে আসেন এ্যাড. আব্দুস সাত্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ (বি.ডি.পি) এর উপজেলা কমিটির সাংগঠনিক সহসভাপতি তারক দাস, সুশান্ত সরকার, সম্পাদক কানাই লাল দাস, যুগ্নসাধারন সম্পাদক তপন কুমার দাস, প্রচার সম্পাদক তাপস দাস, ক্যাশিয়ার রাজ্জাক গাজী সহ পুজা কমিটির সন্যসী দাস, ভজন দাস প্রমূখ।
এদিকে নুরনগর দাস পাড়ায় জগদ্ধাত্রী পুজা মন্ডবে এলাকা ও এলাকার বাহির হতে হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিত ছিল লক্ষনীয়।
উল্লেখ্য শ্যামনগর উপজেলায় বাংলাদেশ দলিত পরিষদ (বি.ডি.পি) এর সভাপতি ও সাধারণ সম্পাদক জগদ্ধাত্রী পুজা কমিটির আর্থিক অনুদান প্রদান করেন এবং দলিত পরিষদের উদ্যোগে আগামীতে অসহায় মানুষের শীত উপলক্ষে কম্বল বিতরণের আশ্বাস প্রদান করেন।
আপনার মতামত লিখুন :