সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদরে স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিতের দান বাক্স থেকে টাকা চুরির সময়ে রায়হান (১৫) নামে এক কিশোরকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনগন।
ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরের দিকে ঘটে। ওই কিশোরকে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। চুরির অভিযোগে আটক রায়হানের বাড়ি উপজেলার ইসমাইলপুর গ্রামে।
সে ওই গ্রামের মৃত আজগার মোল্লার ছেলে। শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ নীলাকাশ টুডেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।