নীলাকাশ টুডেঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলীতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কপোত-কপোতিকে আটক করেছে স্থানীয় জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল ৩টায় ঈশ্বরীপুর গুমানতলীতে মোহাম্মদ আলীর স্ত্রীর সাথে তাদের বাড়িতে উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত অজিয়ার গাজীর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা হাতে নাতে তাদেরকে আটক করে।
আটকের খবর জানাজানি হলে স্থানীয় জনতা তাদেরকে গণধোলাই দিয়ে শ্যামনগর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম সাংবাদিকদের জানান, গুমানতলী থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুই জনকে আটক করা হয়েছে। মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :