সাতক্ষীরা শ্যামনগরে ছেলেকে জুসের সাথে বিষ খাইয়ে হত্যার ঘটনায় তার মা সুমিতা রাণী দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনার পর জবানবন্দীতে নিজ ছেলেকে পরিকল্পিতভাবে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে পাষ- মা সুমিতা রাণী দত্ত। পরিবার আর্থিক সংকট নাকি মায়ের পরকীয়ায় এই হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার দুপুরে সুমিতা রাণী দত্তকে ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলে ওসি জানায়। এ ঘটনায় মামলা হয়েছে (মামলা নং-২৬)।
নিহত রোহিত দত্ত জেলার শ্যামনগর উপজেলা সদরের হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে। সে নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলাকাশ টুডেকে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক মায়ের ১৬৪ ধারার জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নানামুখি তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রোহিত দত্ত (১২) নামের ওই শিশু তার স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানে যায়। ফিরে আসার পথে কে বা কারা তাকে একটি ম্যাংগো জুস খেতে দেয়। এরপর বেলা ১২টার দিকে বাড়ি এসে মায়ের দেয়া একটি স্যালাইন পান করার পরপরই ছটফট করতে থাকে। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় তার মা সুমিতা দত্ত ও বাপ্পী সরদার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে বাপ্পি সরদারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ মা সুমিতা দত্তের বাড়ি তল্লাশি করে একটি কীটনাশকের ছেড়া প্যাকেট উদ্ধার করে।