ঢাকা অফিস
রাজধানীতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর এতে আগুন ধরে যায়।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দেয়ালঘেঁষে দাঁড়িয়েছিল। এ সময় দুর্বৃত্তদের নিক্ষেপ করা একটি ককটেল এসে এর সামনের গ্লাসে পড়ে। মুহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে অটোরিকশাতে আগুন ধরে যায়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন দ্রুত আগুন নেভায়।
এদিকে হরতাল শুরুর আগের রাতেই রাজধানীতে ৫টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আপনার মতামত লিখুন :