সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশঃ
সততার অভাবে সিলগালা করা হলো ‌‘সততা ডায়াগনস্টিক সেন্টার’ নুরনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৬ পুলিশ সদস্য ক্লোজড শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় পেট্রোল ঢেলে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে হত্যার চেষ্টা শ্যামনগরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপি’র ৪ নেতা গ্রেফতার পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আত্মতুষ্টির উপাদান খুঁজছে আ.লীগ-বিএনপি বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা এমপি’র! শ্বশুরবাড়ি থেকে বের হলেন রাগ করে সকালে, ঝুলন্ত লাশ মিলল বিকেলে! দৌলতপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন জাতীয় কবিতা মঞ্চ’র সেরা সম্মাননা পেলেন ইনকিলাবের শ্যামনগর প্রতিনিধি সাংবাদিক আবু কওছার বেনাপোলে সীমান্তেে ১৭ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক। ৪ শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার

রতনপুর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি ও চাঁদা দাবি, আটক ২

কালীগঞ্জ ( সাতক্ষীরা) অফিসঃ
আপডেট শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১:০৫ অপরাহ্ন

 

সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনকে হত্যার হুমকি প্রদান ও তার কাছে চাঁদা দাবির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার তেরুলিয়া এলাকার সুরাত আলীর ছেলে মিন্টু (২৫) ও শ্যামনগর উপজেলার নকিপুর এলাকার মোরশেদ আলীর ছেলে আব্দুর রহমান (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে লাউতলী ও বাইনতলা নামক দু’টি সরকারি খাল রয়েছে। খাল দু’টি কাটুনিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে সালাহউদ্দিন বাপ্পি (২৬), দড়িসৈয়দআলীপুর গ্রামের আব্দুল বারির ছেলে শহিদুল ইসলাম (৪৭), কাটুনিয়া গ্রামের আবু মুছার ছেলে নাজমুল হোসেন (২২), একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মোমিন আলী (২৮), শ্যামনগর উপজেলার নকিপুর এলাকার মোরশেদ আলীর ছেলে আব্দুর রহমান (৩৫), কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া এলাকার সুরাত আলীর ছেলে মিন্টু (২৫) ও অজ্ঞাত ঠিকানার মনিরুল ইসলাম (২৭) গায়ের জোরে ভোগদখল করতো।

খাল দু’টি কয়েক মাস পূর্বে চেয়ারম্যান আলিম আল রাজী টোকন জনসাধারণের সুবিধার্থে উন্মুক্ত করে দেন।

এরপর আসামিরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের জানমালের উপর বড় ধরণের ক্ষতি করার জন্য অসৎ পরিকল্পনা করতে থাকে।

ইতিপূর্বে আসামিরা চেয়ারম্যানকে হত্যা করবে বলে পরিষদের কার্যালয়ের মধ্যে সাদা কাফনসহ চিরকুট লিখে যায়। আসামিরা বিভিন্ন সময় পরিষদে এসে তুচ্ছ ঘটনা সৃষ্টি ও বিশৃঙ্খলা ঘটাতো। সে কারণে চেয়ারম্যান টোকন গত ২৪ মার্চ আসামি বাপ্পি, শহিদুল ইসলাম ও মোমিন আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন।

সম্প্রতি ওই গ্রপের সদস্যরা লাউতলী ও বাইনতলা খাল দুইটি সাধারণ মানুষের ব্যবহার করতে হলে তাদেরকে মাসিক ১ লক্ষ টাকা হারে চাঁদা প্রদান করতে হবে। চেয়ারম্যান টোকন আসামিদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা চেয়ারম্যানকে হুমকি প্রদান ও নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ২১ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে চেয়ারম্যান পরিষদের নিজ কার্যালয়ে অবস্থানকালে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে পিস্তল, ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যানের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করেন।

শুক্রবার (৩১ মার্চ) চেয়ারম্যান আলিম আল রাজী টোকন বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আসামি আব্দুর রহমান ও মিন্টুকে আটক করে। থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর