যে কারনে দিল্লি গেলেন পিটার হাস


MD Nuruzzaman প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ৬:০৬ পূর্বাহ্ন /
যে কারনে দিল্লি গেলেন পিটার হাস

নীলাকাশ টুডে

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈঠক হবে আজ শুক্রবার। বৈঠকে যোগ দিবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তবে এর আগেই আগেই সেখানে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যু প্রধান্য পাবে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বারবার বলছে- বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা; কিন্তু চীনা হস্তক্ষেপে যা বাধাগ্রস্ত হতে পারে বলে দেশটির আশঙ্কা।

পত্রিকাটির সাংবাদিক ইয়াসি শেলির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ। বাংলাদেশে আসন্ন নির্বাচন, তাই তাৎপর্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কতটা গুরুত্ব দিচ্ছে, তা বারবার বলে আসছে।