যুবক নিখোঁজ, পুলিশের দুই সদস্য বরখাস্ত


MD Nuruzzaman প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২২, ৪:৩৪ অপরাহ্ন /
যুবক নিখোঁজ, পুলিশের দুই সদস্য বরখাস্ত

 

ভোলা প্রতিনিধি:

ভোলায় জুয়া খেলার সময় পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে মো. নোমান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে দুপুরে উপজেলার পাতারখাল মাছঘাট এলাকায় পুলিশ দেখে মেঘনা নদীতে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ জেলে নোমান উপজেলার চর খলিফা ইউনিয়নের আবুল কালাম বেপারীর ছেলে ও পাতার খাল মাছঘাটের শ্রমিক।
এ ঘটনায় দৌলতখান থানার পুলিশের গাড়ীচালক রাসেল ও সজিব নামের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সদস্যদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরের দিকে দৌলতখান পৌরসভার ২ নং ওয়ার্ডের মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে জুয়া খেলছিলেন কয়েকজন যুবক। ওই সময় রাসেল ও সজিব নামের দুই কনস্টেবলকে দেখে কয়েকজন যুবক মেঘনা নদীতে লাফ দেন। পরে পুলিশ চলে গেলে সবাই নদী থেকে উঠে এলেও নোমান এখন পর্যন্ত নিখোঁজ।
ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।