মোঃ রাজিব হোসেন, জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৯ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মেসার্স লোৎফা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে হতে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
গ্রেফতারের সময় তাদের সাথে থাকা মোট ৫২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার পাটগাছিয়া গ্রামের লিটন মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৯), মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ মাহফুজ (৪০) ও কুদ্দুস ভূইয়ার ছেলে ইয়াছিন ভূইয়া (৫০) এবং পশ্চিম দাশড়া গ্রামের শাহজাহান হোসেনের ছেলে সাগর হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :