ঘূর্ণিঝড়ের আঘাতে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি শহর বন্যার কবলে পড়ে কমপক্ষে ২১ জন মারা গেছে। সেই সাথে আরও শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে।
রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ সেপেটেম্বর স্থানীয় সময়) জানিয়েছেন, বন্যার পানি কমতে থাকায় আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে। প্রায় ৬০টি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাসো ফান্ডো শহরের বাসিন্দা লুয়ানা দ্য লুজ বলেন, সকাল থেকে আমাদের বাড়িঘর প্লাবিত হতে থাকে। এরপর ঘরের উঁচুস্থানে আমাদের আসবাবপত্র রাখি। কিন্তু তাতেও কাজ হয়নি।
এদিকে সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীর সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, রিও গ্র্যান্ডে ডো সুলে ২১ জন প্রাণ হারিয়েছে। পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যু হয়েছে।