বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


MD Nuruzzaman প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন /
বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

 

যশোরের বেনাপোল পৌর গেটের সামনে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মৃত দেহের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া।

ওসি জানান- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।