বিয়ে করেছেন সেই রুবিনা


MD Nuruzzaman প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন /
বিয়ে করেছেন সেই রুবিনা

নীলাকাশ টুডে

অস্কারজয়ী ভারতীয় সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ারে’র সেই রুবিনা আলি কুরেশি (২৪) আবদ্ধ হলেন বিয়েবন্ধনে। শুক্রবার (১৭ নভেম্বর) মুম্বাইয়ের উদ্যোক্তা মোহাম্মদ সাব্বির জোড়িওয়ালার সঙ্গে বিয়ে হয় তার। দুজনের মধ্যে দীর্ঘদিনের জানাশোনা ছিল। মুম্বাইয়ের বদ্রি মসজিদে বিয়ে সম্পন্ন হয় তাদের। খবর ইন্ডিয়া টুডে ডটইন।

বিয়ের ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে রুবিনা লিখেছেন, জীবনে নতুন পথে যাত্রা। মিস কুরেশি থেকে মিসেস জোড়িওয়ালা।

মোহাম্মদ সাব্বির ছিলেন রুবিনার প্রতিবেশী। জানাশোনার পর ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকেন তারা। পরিশেষে বিয়ে।

রুবিনা বলেন, আমি খুব সুখী। অনেক বছর আগে থেকে মোহাম্মদ আমার পরিচিত। আমরা এখন স্বামী-স্ত্রী। আমাদের স্বপ্ন সত্য হলো। মনে হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমাদের পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। তাদের আশীর্বাদ আছে আমাদের ওপর।

তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় একশ অতিথি। অনুষ্ঠান চলেছে দুদিন। তবে তার স্লামডগ মিলিয়নিয়ারের বন্ধুরা যোগ দেননি। তাদের অনেকের সঙ্গে তার যোগাযোগ নেই বলে জানা গেছে।

রুবিনা এখন একটি বিউটি পার্লারের মালিক। বর্তমানে তিনি পেশাদার বিউটিশিয়ান, মেকআপ ও চুলের আর্টিস্ট।

উল্লেখ্য, স্লামডগ মিলিয়নিয়ারে ১৫ বছর আগে ‘লতিকা’ নাম ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি পান রুবিনা আলি। তখন তার বয়স ছিল ৮ বছর।