বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ২


MD Nuruzzaman প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন /
বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বনভূমি দখলে বাধা দেওয়ায় রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়ার ভোলারটিলা পূর্ব পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও খুরুশিয়া বিট কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, পূর্ব খুরুশিয়ার ভোলারটিলা পূর্ব পাহাড় এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে বাগান সৃজনের কাজ চলছে। সপ্তাহখানেক আগে বন বিভাগের লাগানো গাছ নষ্ট করে বেড়া দিয়ে দখল প্রক্রিয়া চালানো হয়। খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করে পুনরায় বাগান সৃজনের জন্য প্রস্তুতি নেয় বন কর্মকর্তারা। এ সময় স্থানীয় হোসেন সওদাগরের ছেলে রুবেল, সুমন, লোকমানসহ ৭ থেকে ৮ জন যুবক মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে দেশি অস্ত্রহাতে অতর্কিত হামলা চালায়। তারা রেঞ্জ ও বিট কর্মকর্তাদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করে।

মারধরের একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রাণ রক্ষায় তারা পালিয়ে পাশের একটি বসতঘরে আশ্রয় নিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া হক বলেন, ‘আহত এই কর্মকর্তারা হাতে, পিঠে, বাহুসহ সারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

এদিকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে বন বিভাগ। তাদের বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক বন মামলা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।