নীলাকাশ টুডেঃ মুন্সীগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে আহত এক যুবক মারা গেছেন। তিনি যুবদল কর্মী বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী।
জানা গেছে, নিহতের নাম শাওন ভূঁইয়া (২২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে। পেশায় রিকশাচালক শাওন মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে জানিয়েছে বিএনপি।
উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জে বিএনপি'র পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শাওন ভূঁইয়া ও বিএনপির সমর্থক জাহাঙ্গীর মাদবর (৩৮) গুলিবিদ্ধ হন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নূরুজ্জামান, মফস্বল সম্পাদক : ডাঃ জি এম শফিকুল ইসলাম ॥ প্রধান কার্যালয় : নুরনগর বাজার, নুরনগর - ৯৪৫১, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ ০১৯৫৬-৬৯৫৯৮১, বিজ্ঞাপন : ০১৮৮৫-১৭৫৬৮০, Email : nilakashtoday@gmail.com, Web : www.nilakashtoday.com
নীলাকাশ টুডে ডটকম © ২০২৩ - সর্বস্ত্ব সংরক্ষত