নূরনগরে কুখ্যাত চোর আজিবার আটক


MD Nuruzzaman প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৪:৫৩ অপরাহ্ন / ৭৫৮
নূরনগরে কুখ্যাত চোর আজিবার আটক

 

ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে চুরি করার সময়ে কুখ্যাত চোর আজিজুর রহমান (৪২)কে আটক করা হয়েছে বলে জানা গেছে। সে নূরনগর গ্রামের মৃত মুনছুর মোড়লের ছেলে। ঘটনা সুত্রে জানাযায়,

রবিবার রাত ২ টায় নূরনগর মৎস্য সেট সংলগ্ন এলাকায় রামজীবনপুর গ্রামের মৃত সামসুর সরদারের পুত্র মোঃ শফিকুল সরদারের নির্মাণাধীন বাড়ি থেকে নির্মাণ সামগ্রী ও পুকুর থেকে মাছ ধরা অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আজিবার চুরি করতে গেলে তাকে হাতে নাতে ধরে থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোর আজিবারকে গ্রেফতার করে নিয়ে যায়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুরির অপরাধে একজনকে আটক করা হয়েছে।