দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা থেকে কালিগঞ্জ অভিমুখে এবং মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। যানবাহন দুটি সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে পৌঁছালে একে অপরকে ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অনেকটাই দুমড়ে যায় যাত্রীবাহী মাহিন্দ্রাটি। এসময় ওই মাহিন্দ্রায় থাকা অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দু’জনকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের সাতক্ষীরা সদর এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক ও হেলপার। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষনিক দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নূরুজ্জামান, মফস্বল সম্পাদক : ডাঃ জি এম শফিকুল ইসলাম ॥ প্রধান কার্যালয় : নুরনগর বাজার, নুরনগর - ৯৪৫১, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ ০১৯৫৬-৬৯৫৯৮১, বিজ্ঞাপন : ০১৮৮৫-১৭৫৬৮০, Email : nilakashtoday@gmail.com, Web : www.nilakashtoday.com
নীলাকাশ টুডে ডটকম © ২০২৩ - সর্বস্ত্ব সংরক্ষত