সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
সততার অভাবে সিলগালা করা হলো ‌‘সততা ডায়াগনস্টিক সেন্টার’ নুরনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৬ পুলিশ সদস্য ক্লোজড শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় পেট্রোল ঢেলে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে হত্যার চেষ্টা শ্যামনগরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপি’র ৪ নেতা গ্রেফতার পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আত্মতুষ্টির উপাদান খুঁজছে আ.লীগ-বিএনপি বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা এমপি’র! শ্বশুরবাড়ি থেকে বের হলেন রাগ করে সকালে, ঝুলন্ত লাশ মিলল বিকেলে! দৌলতপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন জাতীয় কবিতা মঞ্চ’র সেরা সম্মাননা পেলেন ইনকিলাবের শ্যামনগর প্রতিনিধি সাংবাদিক আবু কওছার বেনাপোলে সীমান্তেে ১৭ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক। ৪ শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার

দাঁত সাদা করার ঘরোয়া উপায়

রিপোর্টারের নাম
আপডেট শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১০:৩০ পূর্বাহ্ন

 

নীলাকাশ টুডেঃ দাঁত সাদা হলে তা আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেবে অনেকটাই। সুন্দর দাঁতের মানে হলো হাসিও সুন্দর। সুন্দর হাসির মালিক হলে সবার মন জয় করাও সহজ হয়ে যায়। এদিকে যে দাঁত আপনি সব সময় সাদা রাখতে চান, বিভিন্ন কারণে তা হলুদ হয়ে যেতে পারে। তখন দেখতে আর সুন্দর লাগে না। আপনার হাসি হতে শুরু করে মলিন। এটি কখনো কখনো হয়ে দাঁড়ায় অস্বস্তির কারণ।

দাঁত সাদা করার জন্য একগাদা টাকা খরচ করার দরকার নেই। ঘরোয়া কিছু উপায় মেনে বলতে গেলে বিনা খরচেই পেতে পারেন ঝকঝকে সাদা দাঁত। এই উপায়গুলো মেনে চললে দাঁতের হলুদ দাগ দূর হতে সময় লাগবে না। চলুন জেনে নেওয়া যাক-

 

 

বেকিং সোডার পেষ্ট

এক চা চামচ বেকিং সোডা ও দুই চা চামচ পানি মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি হবে। এবার এই পেস্ট আপনার দাঁত সাদা করতে ব্যবহার করবেন। সেজন্য আপনার টুথব্রাশে এই মিশ্রণ নিন। এটি দিয়ে মিনিট দুয়েক দাঁত মেজে নিন। বেকিং সোডা দাঁত পরিষ্কার করতে কাজ করে। এটি দাঁতের হলুদ দাগ-ছোপ তুলে ফেলে। এছাড়া দাঁতের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বেকিং সোডার ব্যবহারে। এটি দাঁতের গোড়া শক্ত করতেও কাজ করে।

 

লেবুর খোসা ব্যবহার

৪টি লেবুর খোসা ছাড়িয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর শুকনো খোসাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিন। একটি শুকনো বয়ামে এই গুঁড়া সংগ্রহ করুন। প্রয়োজনমতো ব্যবহার করবেন। ব্যবহারের আগে গরম পানিতে লেবুর খোসার গুঁড়া মিশিয়ে নিন। এরপর সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন। সপ্তাহে দুইবার এভাবে দাঁত মাজবেন। লেবুর খোসায় থাকে ব্লিচিং উপাদান। এটি দাঁতের হলুদ ভাব দূর করতে কাজ করে।

 

নারিকেল তেলের ব্যবহার

নারিকেল তেল কেবল চুল আর ত্বকের যত্নেই নয়, সেইসঙ্গে এটি দাঁত সুন্দর করতেও কাজ করে। নারিকেল তেলে এমন কিছু উপাদান থাকে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। সেইসঙ্গে দূরে রাখে দাঁতের বিভিন্ন সমস্যাকেও। দাঁত সাদা করতে দুই চা চামচ নারিকেল তেল নিন। এর সঙ্গে কিছু মেশানোর দরকার নেই। তেলটুকুই দাঁতে ভালোভাবে মেজে নিন। এরপর মিনিট দুয়েক রেখে ভালোভাবে মুখ ধুয়ে নিন। দাঁত সাদা হবে দ্রুতই।


এই বিভাগের আরো খবর