স্টার্ট আপের জগতে পা রাখল গ্রীন ইউনিভার্সিটি’র কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান ইমন ও ফারহান সাদিক। সুদীর্ঘ ৩ মাস গবেষণা করে নির্মাণ করেছেন মোবাইল গেমস অ্যাপস ” ব্রেন অ্যাডোর্ন” বা Brain Adorn: Puzzle & Recall।
বুস্টিং ছাড়াই ৭ দিনে ১২০ বার অ্যাপসটি ডাউনলোড হয়েছে।
অ্যান্ড্রয়েড ভার্সনের গেমসটিতে রয়েছে ২ টি ফিচার। ইংরেজি শব্দ কুইজ ও রিকল বা মনে রাখা। যুক্ত রয়েছে মনোমুগ্ধকর শব্দ। সাউন্ড রিমুভ অপশনও রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে বিনামূল্যে। মোবাইল অথবা কম্পিউটারে ইন্সটলড করে গেমস টি অনলাইন কিংবা অফলাইনে খেলতে পারবেন সব বয়সের ব্যক্তি। এতে আপনার ইংরেজি শব্দের ভান্ডার সমৃদ্ধ হবে। বাড়বে স্মৃতি শক্তি।
নুরুজ্জামান ইমন কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাব-ডিপিসি’ র সভাপতি আব্দুল আলিম সাচ্চুর বড় সন্তান ও ফারহান সাদিক মেহেরপুর উপজেলার, বারাদি কলাইডাংগা গ্রামের আবুবক্কর সিদ্দিকর সন্তান । শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশে সহায়ক অ্যাপ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাপটির উদ্যোক্তা নুরুজ্জামান ইমন।