রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশঃ
প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীকে হত্যা, তিন মাস পর রহস্য উদঘাটন প্রতারণার অভিযোগ নিয়ে যা বললেন রিয়াজ চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু বিজিবির ওপর হামলা, গুলিতে যুবক নিহত সন্ত্রাসীদের গুলিতে আলম নিহত খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১২, আটক ৫ শ্যামনগরে মধুর পাশ দেওয়ার আগেই মধুর চাক উধাও! যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিককে নিয়ে শাহবাগে পাল্টাপাল্টি কর্মসূচি শ্যামনগর মেডিকেল সাইন্স ল্যাবের পরিচালক দূর্ঘটনার আহত ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা দেবরদের নির্যাতনে অবরুদ্ধ ভাবি, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার করল পুলিশ শ্যামনগরে হরিণের মাংসসহ ফাঁদ উদ্ধার, দুই জেলে আটক বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ আধঘণ্টার ব্যবধানে ২ যুবককে হত্যা

ড্রেসিংরুমের সেই ঘটনার ব্যাখ্যা দিলেন নেইমার

নীলাকাশ টুডেঃ
আপডেট মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ন

 

মোনাকো ম্যাচের পর ক্লাবের ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা নেইমার ও মার্কিনিওসের। বিষয়টি সত্য বলে স্বীকার করেছেন নেইমার।

ব্রাজিলিয়ান তারকার দাবি— সেই তর্ক ফুটবলারদের ভালোর জন্যই হয়েছে। সেই সঙ্গে এই ঘটনাকে তিনি তুলনা করেছেন প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো।

এর আগের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে হারের পর আবার মোনাকোর বিপক্ষেই হার, বায়ার্ন ম্যাচের আগে দলের এ ছন্দহীনতা মানতে পারেননি ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোস। তাই ম্যাচশেষে পিএসজির ড্রেসিংরুমে কাম্পোস খেলোয়াড়দের নিবেদন ও আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। তবে তার এই অভিযোগ খেলোয়াড়দের একেবারেই পছন্দ হয়নি। আসলে এ কারণে পিএসজি হারেনি, সেটি কাম্পোসকে বোঝানোর চেষ্টা করেন খেলোয়াড়রা। সেই সময় নেইমার আর মার্কিনিওস নাকি লুইস কাম্পোসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন, এমনটিই লিখেছিলেন লুইস কাম্পোস।

ড্রেসিংরুমের অস্থিরতা স্বীকার করে নেইমার বলেন, ‘একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সে বিষয়ে একমত ছিলাম না। এটিও ফুটবলের অংশ। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে। আমি এ বিষয়গুলোকে পছন্দ করি। এটি অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না। এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল থাকবে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। মাঝেমধ্যে ফুটবলারদের উন্নতির জন্য এটি দরকার পড়ে।’

ড্রেসিংরুমের খবর বাইরে আসায় খেপেছেন নেইমার। তিনি বলেন, ড্রেসিংরুমের যেসব খবর সংবাদমাধ্যমে আসে, তার অনেক কিছুই মিথ্যা, ‘ড্রেসিংরুমের যেসব খবর সংবাদমাধ্যমে আসে, সারাবিশ্বে ছড়িয়ে যায়, তার অনেক খবরই মিথ্যা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়েই গুঞ্জনগুলো শোনা যায়। আমাদের এই বিষয়ে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, এ ঘটনা সংবাদমাধ্যমে আসা ঠিক নয়, এটা নিজেদের মধ্যেই থাকা উচিত ছিল। কারণ আমাদের একসঙ্গেই চলতে হবে। এ ধরনের সংবাদ ড্রেসিংরুমের বাইরে গেলে আমরা ক্ষেপে যাই। আমি নিশ্চয়তা দিচ্ছি, সংবাদমাধ্যমে ড্রেসিংরুমের যেসব খবর আসে, তার অনেক কিছুই মিথ্যা, খুব অল্পই সত্য হয়।


এই বিভাগের আরো খবর