প্রযোজক রহমত উল্লাহর অভিযোগের বিরুদ্ধে মামলা করতে শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় যান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। সেখানে প্রায় ২ ঘণ্টা অবস্থান করে শেষমেশ মামলা না করেই রাত ১টার দিকে গুলশান থানা থেকে বের হয়ে যেতে হয় নায়ককে। পরে আজ রবিবার (১৯ মার্চ) দুপুরে শাকিব যান রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখানে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বিকেল ৪ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন।
Video Player is loading.
Play
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করে শাকিব খানের দাবি, তাকে নিয়ে মিথ্যা কথা ছড়ানো এবং সম্মান ক্ষুণ্ণ করেছেন কথিত সহপ্রযোজক রহমত উল্লাহ।
রহমত উল্লাহর নামে মামলা করতে শাকিব গতকাল গুলশান থানায় যান। থানায় মামলা না নেওয়ায় তিনি সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন এই এই অভিনেতা।
২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন- এমন অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।