বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিংড়ি ব্যবসায়ীর ১৫ দিনের জেল

হাফিজুর রহমান শিমুল
আপডেট সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ভ্রাম্যমান আদালতে চিংড়ি ব্যবসায়ীর ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা এলাকা থেকে পুশ

করাকালীন বাগদা চিংড়ি জব্দ ও অভিযুক্ত চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিনের জেল প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার চৌকস সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী এ সাজা দেন।

মুন্না হোসেন উপজেলার তারালী গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে। এসময়ে পুশকরা জব্দকৃত চার ক্যারেট বাগদা চিংড়ি জ্বালিয়ে ও গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।


এই বিভাগের আরো খবর