বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুনির হোসেন (দুলু)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কৃতি সন্তান।
এর আগে তিনি একই প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হয় এফবিসিসিআই এর ২০২৩-২৫ বছরের নতুন কমিটি। নতুন সভাপতি চট্টগ্রামের ব্যবসায়ী মাহবুবুল আলম।
মুনির হোসেন দুলুর বাড়ি প্রতাপনগরের কল্যাণপুর গ্রামে। তার বাবা মোশাররফ হোসেন (সাকিম) ছিলেন ইউনাইটেড একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
তিনি দেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানি প্রষ্ঠান ভারটেক্স গ্রুপের পরিচালক (বাণিজ্যিক)। ব্যবসায়ীদের সবচেয়ে প্রভাবশালী এই সংগঠনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় তার প্রতিষ্ঠানের কর্মকর্তারা রোববার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি প্রতাপনগর থেকেও অসংখ্য মানুষ অভিনন্দন জানাচ্ছেন তাকে।