নীলাকাশ টুডেঃ সাতক্ষীরার কলারোয়ায় বিষপান করে এক যুবক আত্মহননের পথ বেছে নিয়েছে। আত্মহননকারির নাম কবিরুল ইসলাম (২৫) ।
ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামে। জানা গেছে ফজর আলীর ছেলে কবিরুল ইসলাম পারিবারিক অশান্তি সইতে না পেরে অভিমান করে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কীটনাশক (রিভা) পান করে আত্মহত্যার পথ বেছে নেয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কবিরুলের মৃত্যু ঘটেছে বলে জানান।
থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের পর যুবকের মরাদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নিহত কবিরুল এক কন্যা সন্তানের জনক। যার বয়স মাত্র ১৮ দিন।