সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশঃ
সততার অভাবে সিলগালা করা হলো ‌‘সততা ডায়াগনস্টিক সেন্টার’ নুরনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৬ পুলিশ সদস্য ক্লোজড শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় পেট্রোল ঢেলে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে হত্যার চেষ্টা শ্যামনগরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপি’র ৪ নেতা গ্রেফতার পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আত্মতুষ্টির উপাদান খুঁজছে আ.লীগ-বিএনপি বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা এমপি’র! শ্বশুরবাড়ি থেকে বের হলেন রাগ করে সকালে, ঝুলন্ত লাশ মিলল বিকেলে! দৌলতপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন জাতীয় কবিতা মঞ্চ’র সেরা সম্মাননা পেলেন ইনকিলাবের শ্যামনগর প্রতিনিধি সাংবাদিক আবু কওছার বেনাপোলে সীমান্তেে ১৭ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক। ৪ শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার

আধঘণ্টার ব্যবধানে ২ যুবককে হত্যা

যশোর অফিসঃ
আপডেট শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

 

যশোরে আধঘণ্টার ব্যবধানে ছুরিকাঘাতে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টা ও ৯টার দিকে শহরতলীর ঘুরুলিয়া গ্রাম ও শহরের বারান্দিপাড়া নাথপাড়া এলাকায় এ দুইটি হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ইউসুফ (২৫) ও শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে নাহিদ (১৯)। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এদিন রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের ছোট ভাই ইউনুছের সাথে পারিবারিক কলহের জের ধরে হাতাহাতি হয়। এসময় ইউনুস তার ভাই ইউসুফের বুকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর অবস্থায় ইউসুফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে আধঘণ্টার ব্যবধানে রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ের মাঠের মধ্যে নাহিদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারের আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তারা মারা গেছেন।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পৃথক দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা খুন হলেন সে বিষয়ে পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।


এই বিভাগের আরো খবর