আদমদীঘিতে শিশু নিকেতন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি!


MD Nuruzzaman প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন /
আদমদীঘিতে শিশু নিকেতন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি!

সরকারের সিদ্ধান্ত মোতাবেক জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদার উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২৩ তারিখ শুক্রবার সারাদেশে সকল সরকারী, আধাসরকারী , স্বায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারী ও বেসরকারী ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা উত্তোলিত করার নির্দেশ থাকলেও আদমদীঘি সদরে শিশু নিকেতন নামক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

প্রতিষ্ঠানটি আদমদীঘি স্টেশন রোড সংলগ্ন হবার কারনে সচেতন মহলের দৃষ্টিতে আসে বিষয়টি এবং এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এ বিষয়ে প্রধান শিক্ষক মৃদুল কুমারের সাথে কথা বললে তিনি জানান এ সংক্রান্তে উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে কোন চিঠি দেয়া হয়নি।